জীবনের গল্পকথাগুলো কখনো কখনো রাতের আধারে কল্পকথায় পরিণত হয়!
কল্পকথাগুলো স্বপ্ন দেখতে জানে , জানে কিছু অভিমানকে বাস্তবতায় ফুটিয়ে তুলতে !
আর গল্পকথায়, কল্পকথাগুলো অসহায়ত্ব বিরাজ করে!
>মানুষগুলো বেশ থমকে দাঁড়ায় !
শুধু একটিবার সজোরে নিশ্বাস নেবার জন্য !
একটিবার বেঁচে থাকার জন্য!