কৃষিবাড়িতে আপনাকে স্বাগতম। কৃষিবাড়ি বাংলাদেশের প্রথম কৃষিভিত্তিক অনলাইন সংবাদপত্ত্র। প্রতি মূহুর্তের বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য, বিনোদন, শিক্ষা ও প্রযুক্তি, নারী ও যুবদের জন্য বিশেষ পাতা সহ উদ্ভিদ, প্রাণী ও মৎস্য জগতের নানাবিধ সংবাদ নিয়ে সুসজ্জিত কৃষিবাড়ি। শুধুতাই নয়, কৃষিবাড়ি আপনাদের সকল কে স্বরচিত কোন বিষয় নিয়ে লিখারও সুযোগ দিচ্ছে। আপনি চাইলে আপনার লেখা কৃষি বিষয়ক কোন শিক্ষানীয় বার্তা, গবেষনার প্রতিবেদন, যুব ও নারীদের গল্প, বাস্তব অভিজ্ঞতা সহ নানা ধরনের কৃষি ও পরিবেশ বিষয়ক তথ্য পাঠিয়ে দিতে পারেন কৃষিবাড়ির ই-মেইল krishibari@gmail.com এ। আপনার প্রদেও তথ্য কৃষির সার্বিক উন্নয়নের স্বার্থে কৃষিবাড়ির নিজস্ব ওয়েবসাইট www.krishibari.com এ আপনার নাম ও ঠিকানা সহ প্রকাশ করা হবে। আসুন না আমরা সবাই দেশ ও জাতির কৃষি উন্নয়নের স্বার্থে সঠিক কৃষি শিক্ষা গ্রহন করি। সর্বক্ষন কৃষিবাড়ির সাথে থাকি। কৃষি বিষয়ক তথ্য দ্বারা নিজকে আপডেট রাখি। সুন্দর একটি দেশে ও পৃথিবী গড়ে তুলি।